
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিবেদক :
প্রতিনিধি: মুজিব শতবর্ষের উপহার হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ১কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুজালপুর ইউনিয়নের ৭২ লাখ টাকা ব্যয়ে মাঝা কুমোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, ৪২ লাখ টাকা ব্যয়ে সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও ৫৪ লাখ টাকা ব্যয়ে মাঝা বড় শিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।