
নিয়ামুল ইসলাম :
বর্তমান সময়ে ফ্রি ফায়ার ও পাবজির মতো ভিডিও গেম তরুন প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। এই তরুন প্রজন্ম এই দুটি ভিডিও গেমে আসক্তি ফলে আত্মা হত্যা মতো ঘটনা ঘটছে। তরুন প্রজন্মকে রক্ষায় গেমস দুটি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, ব্লু হোয়েল অনলাইন ভিডিও গেম ২০১৭ সালে দক্ষিণ কোরিয়া হতে চালু হয়েছিল। এর পর থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশে। অন্য দিকে ফ্রি ফায়ার গেমটি চীনা প্রতিষ্ঠান ২০১৯ সালে তৈরি করে। এই গেমটি খুব দ্রুত তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
দিন দিন যেনো এই গেমটি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। করোনা মহামারির ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ রয়েছে। অন্য দিকে অনলাইনে ক্লাস করার জন্য পিতামাতা সন্তানদের হাতে খুব সহজে কম্পিউটার, ল্যাপটপ , মোবাইল ডিভাইস দিতে বাধ্য হচ্ছেন।
এ সুযোগে বেশি ভাগ তরুন ডিভাইসের অপব্যবহার করছে। অনেক তরুণ এই গেমে আসক্তি হয়ে পড়েছে। তাই গেমস দু’টি নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।