Subscribe our Channel

মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাপ রিপোর্টারঃ

নোয়খালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে পুলিশ একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। পুলিশ তার তথ্য অনুসারে ১ টি পাইপগান ও ১ টি কার্তুজ জব্দ করে। শনিবার ১৭ই এপ্রিল সন্ধ্যায় উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের ঝিনু মার্কেট থেকে তাকে আটক করে পুলিশ।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টার দিকে তার ভাষ্যমতে গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আনিছ মিয়ার বাঁশ ঝাড় থেকে ১টি পাইপগান সহ ১টি কার্তুজ উদ্ধার করেন ।

 

আটককৃত, জাহাঙ্গীর আলম বাবু ওরপে কালা বাবু (২১),উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্যা পুর গ্রামের বসু ব্যাপারী বাড়ির জাফর আহম্মদের ছেলে।

 

সে এলাকায় দীর্ঘ দিন থেকে সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত। এসময় বেগমগঙ্জ থানার (ওসি )  মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ফটনার সত্যতা নিশ্চিত করে জানালেন। এই আটক কৃত কালাবাবুল একাধিক মামলার আসামি ছিলেন ।

 

এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দিয়ে তাকে রবিবার ১৮ই এপ্রিল বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *