
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
বোচাগঞ্জ উপজেলার ০৫ নং ছাতইল ইউনিয়নের তেতেড়া এলাকার কোভিড সাসপেক্টেড এক ব্যক্তির মৃত্যুর পরে তার স্যাম্পল টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
আজ উপজেলা নির্বাহী অফিসার ছন্দাপাল ও উপজেলার অন্যান্য অফিসারগণ এসে উক্ত বাড়িটি লকডাউন ঘোষণা করে যান। এছাড়া পরিবারের সদস্যদের সংস্পর্শে আসা সকল আত্মীয়স্বজনদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।
আগামীকাল তাদের সকলের স্যাম্পল নেওয়া হবে। তাদের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোজ নেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন জনাব আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এছাড়া সামগ্রিক বিষয়ে তাদের সহযোগিতা করছেন জনাব হাবিবুর রহমান হাবু, ৫ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। “করোনা প্রতিরোধে আমরা সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরিধান করি। যেকোন উপসর্গ দেখা দিলে, সেটি গোপন করে ঘরে বসে না থেকে চিকিৎসাসেবা গ্রহণ করি।”