Subscribe our Channel

পীরগঞ্জে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ উদ্বোধন

ফাইদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ ২০২১ খ্রি উদ্বোধন শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকাল সারে ১০টায় পীরগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে। ঠাকুরগাঁও ৩ আসনের সাবোক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ইমদাদুল হক, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক সংগ্রহের উদ্বোধন করেন ।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা আসাদুজ্জামান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়ারুল হক শাহা , পীরগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা আসাদুজ্জামান , বলেন , চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬৬২ মেট্রিকটন ধান ২৭টাকা দরে ক্রয় করা হবে।

 

 

 

এবং মিলারদের কাছ থেকে ৫ হাজার ৪৮৪মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ক্রয় করা হবে ৪০ টাকা দরে। ২৭শে আগস্ট পর্যন্ত ধান ও চাল ক্রয় করা হবে ।

 

পীরগঞ্জ উপজেলায় মিল মালিকদের কাছ থেকে সিদ্ধ চাল ক্রয়ের চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *