
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২১ এর উদ্বোধন করেন তিনি।
উপজেলার প্রান্তিক ধান চাষীরা যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক দাম পায় সে জন্য সরকার এই কার্যক্রম চালু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর ফেইসবুক পেইজে একটি পোস্টে বলেন, সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী কোম্পানীগঞ্জ উপজেলার কৃষকগণ কৃষক প্রতি সর্বোচ্চ ৩ টন ধান আগামী ১৬ই আগষ্ট ২০২১ পর্যন্ত বসুরহাট খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।
এ সময় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বসুরহাট খাদ্য গুদাম) এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারী খাদ্য গুদামে বোরো ধান বিক্রি করতে আসা কৃষকগণ।