Subscribe our Channel

ঈদ উপহারে  ৫০ লাখ টাকা পেলেন

নিজস্ব প্রতিবেদক :

 

পবিত্র  ঈদকে কেন্দ্র করে  প্রত্যন্ত গ্রামাঞ্চল এর ছিন্নমূল এবং দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের  পরিচালকগণ। এসময় পরিচালকদের পক্ষ থেকে  পরিবার প্রতি ২৫০০ টাকা  করে প্রদান করা হয়। তবে ঈদের আগের  দিন এই অর্থ ওই সকল পরিবারের  অভিভাবকদের  ব্যাংক  অ্যাকাউন্টে  পাঠানো  হয়েছে।

 

 

জানা যায়,দেশের  বিভিন্ন জেলার  গ্রামীণ  শাখা  থেকে  এই  অর্থ বিতরণ  করা হয়েছে। প্রত্যেক পরিবারের অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে  নাম মাত্র খরচে  অ্যাকাউন্ট  খুলে  এই অর্থ  প্রদান  করা হয়েছে ।

 

 

ঈদ  উপহার  হিসেবে  সর্বমোট ৫০ লাখ টাকা  দিয়েছেন  ব্যাংকের ৯  জন  পরিচালক । সারাদেশের  অন্তত ২৫০০ পরিবার এই অর্থ পেয়েছে ।এনআরবিসি ব্যাংক  এর পরিচালকরা হচ্ছে :  আবু বকর চৌধুরী, মোহাম্মদ নাজিম,এসএম পারভেজ তমাল, একেএম মোস্তাফিজুর রহমান,রফিকুল ইসলাম মিয়া আরজু, এএম সাইদুর রহমান, মোহাম্মদ আদনান ইমাম, লকিয়ত উল্লাহ এবং মোহাম্মদ ওলিউর রহমান ।

 

 

এসকল মানুষদের পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করি। স্বচ্ছতার সাথে   প্রকৃত  ক্ষতি গ্রস্ত মানুষদের অর্থ প্রদান  নিশ্চিত  করতে  আমরা  ব্যাংক অ্যাকাউন্টে  আর্থিক সহায়তা প্রদান করেছি।

 

 

এমনকি  তিনি  এও বলেন,  এনআরবিসি ব্যাংকের  মূল লক্ষ্য  সুবিধাবঞ্চিত মানুষদের  পাশে  থাকা । তাদের   প্রয়োজনকে অগ্রাধিকার   দিয়ে আমরা  নানা   ধরনের উদ্যোগ   ইতো  মধ্যে  গ্রহণ করেছি।  ব্যাংকিং   সেবার   আওতায়  এনে  তাদের  জীবন মানের উন্নয়ন ঘটাতে আমরা  প্রতিশ্রুতি বদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *