Friday, 14 March 2025, 11:31:09 pm

Subscribe our Channel

নোয়াখালীর পুলিশের হাতে আটক কুমিল্লার মাদক ব্যবসায়ীসহ ৪জন

 মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ

 

নোয়াখালীর চাটখিল উপজেলার পুলিশের অভিযানে ৩শত পিস ইয়াবা সহ চারজন মাদক কারবারীকে আটক করেছেন চাটখিল থানা পুলিশ। গতকাল রবিবার (১৬মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিলের অন্তর্গত মলংমুড়ি গ্রামে মাদক ক্রয় বিক্রয়ের সময় চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

 

 

আটককৃতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মলংমুড়ি গ্রামের (মুছামিয়া ব্যপারী বাড়ির) মৃতঃ আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ রনি (২৭), কুমিল্লার মনোহরগঞ্জ থানার কাসই গ্রামের (মোঃ হাজী বাড়ির) মকবুল আহম্মদ এর ছেলে মোঃ হেল্লাল ওরপে বুলেট (২৪) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার (সাথরা মৃধা বাড়ির) মোঃ জাফর আহমেদ এর ছেলে আব্দুল মন্নান (২২) মলংমুড়ি (পন্ডিত বাড়ির) মৃতঃ আনোয়ারুল ইসলাম এর ছেলে মোঃ সুলতান মাহমুদ শিমুল (৩৫)।

 

 

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *