
নিজস্ব প্রতিবেদক :
সাহসী সাংবাদিকদের কলমকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। আজ দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মতো একজন সৎ, সাহসী ও প্রথিতযশা সাংবাদিকের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিসের স্টাফদের এমন সন্ত্রাসী আচরণ নজিরবিহীন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ধারাবাহিক রিপোর্ট করার কারণেই তাকে আটকে রেখে চুরির অপবাদ দেয়া হলো। দুর্নীতি লুটপাট কোন পর্যায়ে পৌছালে একজন সৎ সাংবাদিকের সাথে এমন আচরণ করার ধৃষ্টতা দেখায় সরকারি কর্মচারী নামধারী এসব চোরেরা। এমন আচরণের নিন্দা ধিক্কার জানানোর ভাষা জানা নেই।
অবিলম্বে রোজিনা আপার মুক্তি দাবি করছি। একইসাথে সরকারি কর্মচারী নামধারী এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।