Subscribe our Channel

ভয়াভয় তান্ডবে আল-আলসায় মুসলিম বিশ্বে অন্য শশ্চিমাদের/

আন্তর্জাতিক ডেস্ক:

 

দেশটির  পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের তাণ্ডবের প্রতিবাদে ক্ষোভে অন্য  মুসলিম বিশ্ব।  এতে করে  মসজিদের ভেতর  নিরীহ  ফিলিস্তিনিদের  ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ও ইরান, তুরস্ক, বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশ। তবে এই ইস্যুতে অনেকটাই নমনীয় সুর পশ্চিমাদের। মসজিদ ইসরায়েলি তান্ডব নিয়ে বেশি কিছু না বললেও তারা সরব হয়েছে  ইসরায়েলের  দিকে হামাসের রকেট ছোড়া নিয়ে।

 

এই  বিষয়ে প্রায় একই ধরনের কথা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো। ফলে জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে জোর-জবরদস্তি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজায় বিমান হামলা চালিয়েছে তারা।  এতে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত ২২ জন নিরীহ ফিলিস্তিনি।

 

দেশটির  ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের এই বর্বর  আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন। সৌদি আরব আল-আকসায় ইসরায়েলি  বাহিনীর  হামলার  তীব্র  নিন্দা  জানিয়েছে সৌদি আরব।  এই ঘটনার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা  এবং আন্তর্জাতিক চুক্তি ও  সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্পাদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

 

দেশটির  তুরস্ক গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। হামলার পর তিনি ফিলিস্তিনি নেতাদের কাছে ফোন করে ইসরায়েলের ‘সন্ত্রাস ও দখলদারিত্ব’  প্রতিরোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির  ইসরায়েল অবৈধভাবে দখল করে রাখা এলাকার  বাসিন্দাদের টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং আল-আকসা মসজিদের ভেতর ‘নিরীহ মুসল্লিদের’ ওপর গুলি চালিয়েছে  বলেও উল্লেখ করেছেন তিনি।

 

গত  শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জাতিসংঘে ফোন করে আল-আকসা  মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছেন এবং এটি ‘যুদ্ধাপরাধ’-এর সামিল বলে মন্তব্য করেছেন। মিসর মিসরের  পররাষ্ট্র  মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ’-এর তীব্র নিন্দা জানিয়েছে। এবং  বাংলাদেশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

 

এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতেও আঘাত করেছে।  ইন্দোনেশিয়া  বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ই ন্দোনেশিয়া  হুঁশিয়ারি দিয়ে বলেছে, আল-আকসা মসজিদ ও শেখ  জাররাহ এলাকা থেকে  ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত  বরদাশত করা হবে না। এক টুইটে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট  জোকো উইদোদো বলেন,  ইন্দোনেশিয়া ইসরায়েলের এ ধরনের  পদক্ষেপের নিন্দা এবং বারবার আইন লঙ্ঘন করায়  তাদের বিরুদ্ধে  ব্যবস্থা  গ্রহণে  জাতিসংঘের  নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়া সবসময়  ফিলিস্তিনি  জনগণের পাশে  থাকবে।

 

দেশটির  যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ না জানিয়ে উল্টো সহিংসতা বৃদ্ধির  জন্য ফিলিস্তিনি  সংগঠন  হামাসকে দায়ী  করেছে যুক্তরাষ্ট্র। এতে তিনি বলেন, আমরা সব পক্ষ থেকে উত্তেজনা কমানোর আহ্বান  জানাই। তবে ইসরায়েলের নিজস্ব জনগণ ও ভূমি রক্ষার বৈধ  অধিকারকেও স্বীকৃতি দিচ্ছি। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও  সহিংসতার জন্য ফিলিস্তিনিদেরই দায়ী করেছে।  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, জেরুজালেমসহ  ইসরায়েলের  অভ্যন্তরীণ  জায়গাগুলোতে হামাসের রকেট হামলার নিন্দা করছে যুক্তরাজ্য।

 

এক টুইটে তিনি বলেন, জেরুজালেম ও গাজায়  চলমান  সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।  উত্তেজনা কমাতে উভয় পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে এবং বেসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তু  বানানোর অবসান ঘটাতে হবে।

 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইট বার্তায় বলেছেন, গাজা থেকে  ইসরায়েলের  বেসামরিক  নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা এবং তার পাল্টা জবাবে গাজায় ইসরায়েলের  বিমান  হামলা  কোনোটিই  গ্রহণযোগ্য  ও ন্যায়সঙ্গত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *