মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টারঃ
রবিবার(০৯ মে) বিকেল ৫ টার সময় সৈয়দপুর শহরের জি আর পি মোর এলাকায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সাগরের আয়োজনে প্রায় ২০০ জন অসহায়, শ্রমিক ও দুস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার বিতরন করা হয়েছে। এসময় সংগঠনটির কর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় পৌর ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে ও নীলফামারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সম্মানিত উপজেলা চেয়ারম্যান জননেতা মোকছেদুল মোমিন এর অনুপ্রেরণায় আমাদের এই কর্মসূচি পালন করা হয়েছে।
‘করোনার এই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রতিদিনই অসংখ্য মানুষের মাঝে সেহেরি ও ইফতার বিতরন করছে। তারই ধারাবাহিকতাই আমার নিজ উদ্যোগে এই ক্ষুদ্র চেষ্টা। যতদিন আছি এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই৷ তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং করোনার এই সময় সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী প্রতিজ্ঞাবদ্ধ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।