Subscribe our Channel

রেমিট্যান্সযোদ্ধা চলে গেলেন না ফেরা দেশে

প্রবাসের খবর :

সংসরের ভাগ্য বদলাতে প্রবাসে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসীরা। হঠাৎ করেই শামিল হচ্ছেন মৃত্যুর মিছিলে। প্রবাসীদের এই আকস্মিক মৃত্যুর মিছিল দিনে দিনে বেড়েই চলছে।

 

দেশটির মালয়েশিয়ার ক্লাংয়ে একটি নির্মাণ সাইডে চং উঠাতে গিয়ে মোহাম্মদ জাকির হোসাইন (৪০) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া নির্মাণ সাইডে কর্মরত শ্রমিকরা জানান, ১৪ এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে ক্লাং টপগ্লোভের ৩৫ নং ফেক্টরিতে কনস্ট্রাকশন সাইডে ৩৫ ফুট উপরে চং উঠাতে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।জাকির হোসাইন ওই ফ্যাক্টরিতে সাব এজেন্টের মাধ্যমে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

 

জাকির হোসাইনের মরদেহময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সংসারের সুখের আশায় ২০০০ সালের মালয়েশিয়ায় এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই চলে গেলেন রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ জাকির হোসাইন (৪০)।

রাজধানীর  ঢাকার খিলক্ষেত এর বাড়ুয়ার জাকির হোসাইন, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় ২০০০ সালে পাড়ি জমান পরিবারের মুখে হাসি ফোটাতেকয়েকদিন অন্যত্র কাজ করার পর ২০১১ সালে ৬ পি লিগেলাইজেশনের সময় এল কেকে কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে বৈধ হন এবং গত ৬ মাস ধরে সাব এজেন্টের মাধ্যমে টপগ্লোভের একটি নির্মাণ সাইডে কাজ করতেন করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *