Subscribe our Channel

রংপুর অঞ্চলে কৃষকের ধান কেটে দিচ্ছে সদর উপজেলার কৃষক লীগের নেতা কমীরা

ফিরোজ মাহমুদ :

রংপুর অঞ্চলের দিগন্ত মাঠ জুড়ে দুলছে সোনালি ধান, লকডাউনের কবলে পড়ে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না অনেক কৃষক।এমন সব কৃষকের পাশে দাঁড়িয়েছেন রংপুর অঞ্চলের রংপুর সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক লীগের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে আজ তারা। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে।

 

 

জেলা কৃৃষক লীগের সভাপতি প্রান কৃষ্ণ গোস্বামী পান্নুর নেতৃত্বে সদর উপজেলার মোমিন পুর ১নং ইউনিয়নের.৫নং ওয়াডের গ্রামের কৃষক আক্তারুল (৩৫) এর ১০ বিঘা জমির পাকা বোরো ধান কেটে দিয়েছে কৃষকলীগ।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দীয় কৃষক লীগের সদস্য কৃষিবিদ লুৎফর রহমান,সদস্য লিচু, রংপুর সদর উপজেলার আহবায়ক বিশ্বনাথ মোখারজী,সভাপতি বাবু, সাধারন সম্পাদক তপন সরকার মহানগর আওয়ামী লীগের নেতা মনুভাই।

 

 

সহ আরো অনেকে। কৃষক.ফোরকান হামিদ বলেন, ‘শ্রমিক না পাওয়ায় আমি ও আমার ছেলে তাদের ফোন করি সঙ্গে সঙ্গে সকালে মাঠে এসে ধান কেটে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে তারা।

এ সময় আওয়ামী লীগ মহানগর নেতা মনুভাই বলেন আওয়ামী লীগের সরবকার কৃষি বান্ধব সরকার প্রতিটি দু্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে।বতমান করোনার কারনে কৃষক ঘরে ধান তুলতে পাচ্ছেনা তাই সরকারের পক্ষ থেকে কৃষকের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *