Subscribe our Channel

অক্ষর এর স্থানে শামস

খেলাধুলা প্রতিবেদক :

বৈশ্বিক এই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর কিছু ম্যাচ থেকে ছিটকে গেছেন দিল্লি ক্যাপিট্যালসের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

 

এছাড়া কাঁধের ইনজুরিতে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে অক্ষর এর স্থানে সাময়িক পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শামস মুলানিকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্সআপরা।

 

অন্যদিকে শ্রেয়াসের জায়গায় সুযোগ পেয়েছেন কর্ণাটকার অলরাউন্ডার অনিরুদ্ধ জোশি। গত ৩ এপ্রিল, আইপিএল শুরুর তিনদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষর। এর আগে ২৮ মার্চ কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়েই দলের সঙ্গে হোটেলে চেক ইন করেছিলেন তিনি।

 

কিন্তু পরে বায়ো বাবলে থেকেই পজিটিভ শনাক্ত হন। ফলে তাকে সার্বক্ষণিক চিকিৎসা সুবিধাসহ আইসোলেশনে রাখা হয়। অক্ষরের জায়গায় সুযোগ পাওয়া ২৪ বছর বয়সী শামস এ পর্যন্ত ২৫টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন, পাশাপাশি তার রয়েছে ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

 

তবে আইপিএলে সুযোগ পেলেন এবারই প্রথম। ব্যাটে-বলে মিলে গেলে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকও হয়ে যেতে পারে তার। অন্যদিকে শ্রেয়াসের পরিবর্তিত খেলোয়াড় অনিরুদ্ধ জোশি সম্পর্কে ভারতের সাবেক স্পিনার সুনিল জোশির ভাতিজা। তিনি এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *