
আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।
ভোক্তা অধিকার ও দায়িত্ব এবং ভোক্তা- অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ড সমন্ধে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিতোষ চন্দ্র বর্মন।
সেমিনারের উদ্দেশ্য ও আমাদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন। আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সম্পাদক জামিলুর রেজা মানিক, আটোয়ারীর দুই প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী ও জিল্লুর হোসেন সরকার, সোভা এনজিও’র নির্বাহী পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।