Subscribe our Channel

সোনাগাজীর আমিরাবাদে রাস্তা পাকাকরণে ধীরগতি; ক্ষুব্ধ এলাকাবাসী

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):

 

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের উত্তর চরলামছি (আমিরউদ্দিন হাট থেকে চরডুব্বা হয়ে সোনাপুর বাজারে যাদায়াতের রাস্তার ১১৩৫ মিটার কাঁচা অংশ) পাকাকরণ কাজে ধীরগতির কারণে জনগণের চলাচলে চরম দুর্ভো হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। কাজীপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ শামসুল হক, কোষাধ্যক্ষ মোঃ সেলিম, কাজীপাড়া সমাজ কমিটির সেক্রেটারি আবু ইউছুফ ভূঞা, স্থানীয় ব্যবসায়ী মিনহাজ উদ্দিন, মাস্টার আইয়ুব ও স্থানীয় আওয়ামিলীগ নেতা ফরিদ মহাজন সহ এলাকাবাসী জানান- ঠিকাদার অপু গত ৪/৫ মাস আগে রাস্তাটি পাকাকরণের কাজ ধরেছে।

 

 

রাস্তা কেটে বালু ফেলে রাখা ও কাজের ধীরগতির কারণে মানুষের চলাচল ও মালামাল পরিবহনে অনেক সমস্যা হচ্ছে। মুসল্লীদের মসজিদে যাতায়াতে কষ্ট হয়। আগামী বর্ষার আগে রাস্তার কাজ সমাপ্ত না করলে এলাকার জনগণের ভোগান্তির অন্ত থাকবেনা। আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, ইউপি সদস্য ও আওয়ামিলীগ নেতা আবদুল বারেক আরুমিয়া এবং নিজাম উদ্দিন শাহীন ঠিকাদারের কাজে ধীরগতির জন্য ক্ষোভ প্রকাশ করেন, দ্রুততম সময়ে রাস্তার কাজ সমাপ্ত করার দাবি জানান।

 

 

 

এলজিইডি’ র উপজেলা ইঞ্জিনিয়ার মনির হোসেন জানান- কাজের ধীরগতির কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতিমধ্যেই শোকজ নোটিশ করা হয়েছে। জনগণের দুর্ভোগ দুর করতে যথাসময়ের কাজ সমাপ্ত না করলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *