Subscribe our Channel

পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নে এবার আশ্রয়ন প্রকল্পে গৃহবধূ ধর্ষণ

প্রতিকৃতি ছবি :

মোঃ তোতা মিয়া  :

পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নে এবার আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ঘরে আজিদা বেগম (১৬) নামে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত ৩১/৮/২০২১ তারিখে আজিদা বেগম, তার প্রতিবন্ধী বাবা আইবুল আলী কে রাতের খাবার দিয়ে বাড়িতে ফেরার সময়, একই ইউনিয়নের মোঃ শামছুল হোসেনের পুত্র ২ সন্তানের পিতা মোঃ শাহাজাদা (২৮) আজিদা বেগমের রাস্তা একা পেয়ে তার মুখ চেপে ধরে ভয়-ভীতি দেখিয়ে সোনার বান জামাদার পাড়ার একটি চা বাগানে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

 

পরে এ বিষয়ে পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফজলু ইসলাকে অভিযোগ করলে ইউপি সদস্য ফজলু তালবাহানা করে চার পাঁচ দিন অতিবাহিত করে। এবং ৩০ হাজার টাকায় আপস করে দেওয়ার আশ্বাস দেয়।প্রতিবন্ধী ধর্ষিতার বাবা মোঃ আইউব আলী বিভিন্ন ব্যক্তির তাল বাহানায় বিরক্ত হয়ে পঞ্চগড় সদর থানার শরণাপন্ন হয়েছেন।

 

 

 

এদিকে সোনার বান আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সংখ্যালঘু স্বামী পরিত্যাক্তা আউশী নামের আরেক গৃহবধূ কে কুপস্থাপ দিয়েছে লম্পট মোঃ শাহাদত। এমনটি জানান গৃহবধূর আউশী।

 

 

 

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান মোঃ শাহাদত, এর আগেও এরকম ঘটনা অনেক ঘটেছে, তার শাস্তি হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *