Subscribe our Channel

পাটগ্রামে  বিএসএফে’ র  গুলিতে  ২  বাংলাদেশি  নিহত  ! 

ফাইল ছবি

 

 

নিজস্ব প্রতিনিধি: 

 

লালমনিরহাটের  পাটগ্রাম  উপজেলার  বুড়িমারী  স্থলবন্দর  সীমান্তে  ভারতীয়  সীমান্তরক্ষী  বাহিনী  বি এস এফে র  গুলিতে  দুই  বাংলাদেশি  যুবক  নিহত  হয়েছেন। রোববার  ( ২৯  আগস্ট )  ভোরে বুড়িমারী  জিরো  পয়েন্টের  বাঁধের  মাথা  ও  ভারতের  চ্যাংড়াবান্ধা  সীমান্তে  এ  ঘটনা  ঘটে ।

 

 

 

নিহতরা  হলেন –  বুড়িমারী  ইউনিয়নের  বুলবুল  হোসেনের  ছেলে  ইউনুস  (৩৫)  ও  পাটগ্রামের  সাগর  (৩৪) । ৬১  বিজিবির  বুড়িমারী  স্থলবন্দরের  ক্যাম্প  সূত্রে  জানা  গেছে ,  দুই  বাংলাদেশির  মরদেহ  ভারতীয়  চ্যাংড়াবান্ধা  অংশে  পড়ে  আছে ।  এ  বিষয়ে  বি এস এফ কে  পতাকা  বৈঠকের  আহ্বান  জানানো  হয়েছে ।  বিস্তারিত  পরে  জানানো  হবে ।

 

 

 

পাটগ্রাম  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি)  ওমর ফারুক  এর  সত্যতা  নিশ্চিত  করেছেন ।  তিনি বলেন,  ওই  দুই  বাংলাদেশি  যুবকের  মরদেহ  ভারতীয়  অংশে  পড়ে  আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *