
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় ঠাকুরগাঁও সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাহেনা ও দিনাজপুর আদর্শ কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার এর উপরে বরবরিতো হামলাকারী ও উক্ত মামলার এক নম্বর আসামি শাহজাহান এবং সকল আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী , কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায়, ঠাকুরগাঁও জেলা সভাপতি সাদিয়া আহসান, সাধারণ সম্পাদক রিঙ্কু রায়, এ সময় আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারের সদস্য ঠাকুরগাঁও সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাহেনা, দিনাজপুর আদর্শ কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার, সহ অন্যান্যরা ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে । মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে