
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী চাটখিল উপজেলায় পৃথক অভিযানে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ আগস্ট) চাটখিল থানাধীন পশ্চিম নোয়াখলা চাটখিল থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর, এএসআই মোঃ অলি উল্লাসহ সঙ্গীয় ফোর্স অভিযান করে সুর্বণচর থানার চর মহিউদ্দিন হাবিব উল্যাহ মিয়ার হাটের আব্দুল মালেকের বাড়ীর মালেকের ছেলে মোঃ ইব্রাহীম (৩৪) কে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে, এসআই মোঃ আব্দুল বাতেন এবং তার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মনির হোসেন কচি’র বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনাইমুড়ী থানার জয়াগ জয়নাল
আবেদীনের বাড়ীর মোঃ আবুল কাশেম এর ছেলে হানিফ রিয়াদ (২২) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে চাটখিল থানা পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।