Subscribe our Channel

হাজারো ভুলে সীমাহীন কষ্টে ”মা”

সম্পাদকীয় :  মায়ের মাধ্যমে পৃথিবীর আলোর মুখ দেখার কতগুলো সময় অতিবাহিত হয়ে গেল। হাজারো ভুলে সীমাহীন পাপেও সকল রহমত দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে চিকিৎসা নেওয়ার সময় বুঝা যায় এক ঘন্টায় অক্সিজেনের কত মূল্য, অথচ কত টাকার অক্সিজেন তিনি দিয়েছেন যার হিসাব নেই৷ এত সময়ে আপনাদের অনেকজনের সাথে চলার সুযোগ হয়েছে। আপনাদের ভালবাসা,সম্মান, স্নেহ বরাবরই আমাকে মুগ্ধ করেছে৷আপনাদের কাছে চির কৃতজ্ঞ সবসময়।

আমার জীবনের মূল চালিকাশক্তি আমার পরিবার৷ তারা আমার হৃদয় হিসেবে আছেন৷ আর আপনার আমার শরীরে সঞ্চালিত রক্ত৷ আমার জীবনে আপনাদের প্রবাহ আমাকে বাঁচতে শেখায়। তারপরেও ভুল হয় পথ চলায়৷ সবসময় দোয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতা করে যাবেন৷ ফুল গুলো সব আপনাদের, ভুল গুলো সব আমার। আজকের দিনে যারা বিভিন্ন ভাবে শুভেচ্ছায় সিক্ত করেছেন, সকলের কাছে কৃতজ্ঞ৷ ভালো থাকবেন আপনারা সবসময়, এই প্রত্যাশায় পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস এর পরিবারবর্গের পক্ষ থেকে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *