আব্দুল করিম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ইনতেফা কোম্পানির সেলস প্রোগ্রাম ২০২৩- ২৪ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টা সময়ে বিএম কলেজ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনতেফা কোম্পানির মার্কেটিং অফিসার মাহামুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য ও ফকিরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি জনাব কমলেশ চন্দ্র ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আজিজুল হক,আটোয়ারী বাজার ইনতেফা কোম্পানির পরিবেশক জনাব কেশব চন্দ্র ঘোষ,রুহিয়া বাজার পরিবেশক হবিবর রহমান,আব্দুস সাত্তার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইনতেফা একটি সুনামধন্য কোম্পানী,কৃষিতে এর অবদান অনেকখানি। এ কোম্পানীর প্রোডাক্টের মান গুনে মানে সেরা ও কার্যকর।
এ কোম্পানি পন্য কৃষকদের মাঝে আস্থা করে নিয়েছে। এরিয়া অফিসার জনাব আজিজুল হক বলেন,কৃষির উন্নয়নে ইনতেফা কোম্পানী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কোম্পানীর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। তিনি ডিলার ও রিটেইলারদের কিছু নতুন প্রোডাক্ট ও এদের কাজ গুনাবলী নিয়ে আলোকপাত করেন। কোম্পানির সেলস কিভাবে বাড়ানো যায়,কিভাবে ইনতেফার পন্য কৃষকের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় তার দিক নির্দেশনা দেন। উক্ত অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা ও রুহিয়া থানার পরিবেশক ও রিটেইলার সহ কোম্পানির প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩ -২৪ সালের সেলস এর মান বিবেচনা করে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরিতে ৯০ জন ডিলার ও রিটেইলারদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরন শেষে এক মধাহœ ভোজের আয়োজন করা হয়। আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি।