পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খড়িঘড়টি রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টায় পীরগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের ৯ নংওয়াডের ভমরাদহ মন্ডল পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় খড়িঘড়ে প্রয়োজনীয় কাঠ লাকড়ি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– পীরগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের ৯ নংওয়াডের ভমরাদহ মন্ডল পাড়া গ্রামে আবুল কালাম আজাদ ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ জানালেন, আমরা সবাই ঘড়ে আছি এমন সময় রাত আনুমানিক ৮ টায় দেখি খড়িঘড় থেকে আগুন ধাওধাও করে জলে উঠছে ।
এসময় আমাদের এই আগুন লাগা দেখে একই এলাকার লাবু নামে এক ব্যাক্তি পীরগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করলে তারা এসে আগুন নিভায় ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক এর কাছে বিষয়টি নিশ্চিত করার জন্য মুঠো ফোন করে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি কিন্তু ঘটা স্থলে ৯ নং ওয়ার্ড, মেম্বরকে উপস্থিত দেখা যায় এবং তিনি বলেন কি ভাবে আগুন লেগেছে সেটি প্রশাসনের সাথে আমরাও সহযোগিতা করবো বিষয়টি খতিয়ে দেখার জন্য। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমরা রাত ৮ .১১ মিনিটে (০১৭১০৬৩০৮৩৫) মোবাইল নস্বরে জানতে পারি আগুন লাগার ঘটনা তখন সাথে সাথেই লিডার শওকত হোসেনের নেতৃত্বে ১ ইউনিট আমরা ঘটনাস্থলে গিয়ে পৌছাই ৮.২৩ মিনিটে এমনকি আগুন নিভাতে ৩০ মিনিট সময় লাগে তবে খড়িঘড় ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি ।
সেই সাথে ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ এর বক্তব্যে প্রায় ৫০ হাজার টাকা মূল্যে ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে ।আবুল কালাম আজাদ গণমাধ্যম কর্মীদের জানায় ধারনা করা হচ্ছে এটি পূর্বের জায়গা জমির জের ধরে আমাদের খড়িঘড় আগুন কে বা কারা আগুন লাগিয়েছে সঠিক ভাবে প্রশাসন খতিয়ে দেখে এর সুষ্ঠ সমাধান আনবে আশাকরি তবে এখনও আমরা কোন অভিযোগ বা মামলা করিনি ।