পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে প্রতিদিন পাল্টাচ্ছে শীতের ধরন বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। সর্বোত্তরে জেলা পঞ্চগড় এ জেলায় শীত আসে সবার আগে আবার বিদায় নেয় সবার পরে পঞ্চগড় জেলা সীমান্তবর্তী হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা রূপ পাল্টাচ্ছে প্রতিদিন। (আজ শনিবার ১৩ ই জানুয়ারি), সরে জমিনে ঘুরে দেখা গেছে ঘন কুয়াশার চাদরে ঢাকা পুরো পঞ্চগড় জেলা তুষারের মতো কুয়াশায় সড়ক ভিজে গেছে।
অত্যন্ত শীত আর হিমেল হাওয়ার কারণে কাজে যেতে পারছে না সাধারণ মানুষ, ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে গাড়ির চালকরা পুরনো টাইয়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আবহাওয়া অফিস পর্যবেক্ষক রোকোনুল ইসলাম, এর সাথে কথা হলে তিনি বলেন (গতকাল ১২ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮-দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) (আজ ১৩ ই জানুয়ারি সকাল ৯ টা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯- দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস) এই মৃদু সত্য প্রবাহ থাকতে পারে আরো কয়েকদিন