Subscribe our Channel

১০ম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদোন্নতি, গ্রেড অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।বুধবার (২ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।মানববন্ধনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খন্দকার, আমরা সরকারের বিপক্ষে নই, সরকারের উন্নয়নে সহযোগিতা করে পাশে থাকতে চাই। তবে আমরা সরকারি চাকরিজীবী হিসেবে ন্যায্য দাবি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের বেতন ও সুযোগ-সুবিধা চাই। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজের সভাপতি আরিফুর রহমান রুবেল, জেলা আহ্বায়ক এহসানুল আলম আনসারী, সহকারী শিক্ষক রোকসানা শিরিন, সুলতানা পারভীন, আব্দুল মোমিন, রেজাউল ইসলাম, আলমগীর হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *