Subscribe our Channel

আগামী ১০ই ফেব্রুয়ারী বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও কেন্দ্রীয় কমিটি গঠন

মারুফ সরকার,স্টাফ রির্পোটার : সকল বিক্রয় প্রতিনিধিদের চাকুরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে, আগামী ১০ই ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯.০০ টায়, ১৮৫ এলিফ্যান্ট রোড শাহবাগে,আলোচনা সভা ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। উক্ত সভায় সকল বিক্রয় প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মোঃ আরিফুর রহমান এ তথ্য জানান । তিনি বলেন, বাংলাদেশের প্রায় সকল সেক্টরে নীতিমালা আছে কিন্তু বিক্রয় পেশায় কোন নীতিমালা নেই এমন কি কোন বিক্রয় পেশাজীবি জানেনই না তারা কোন মন্ত্রণালয়ের অধিনে এটা খুবই দুঃখজনক। তবে সকল বিক্রয় পেশাজীবিরাও চাচ্ছেন তাদের কর্মক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন হোক কিন্তু সাহস করে বলতে পরছেনা চাকুরী হারানোর ভয়ে।

তিনি আরও বলেন চাকুরী হারানোর ভয় না করে সকল বিক্রয় পেশাজীবিরা এক জোট হয়ে আবেদন করলেই তাদের চাকুরীতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন হবে ইনশাআল্লাহ। তবে চাইতে হবে কারও অধিকার কেউ এমনই দিবেনা আদায় করে নিতে হয়। তিনি বলেন, আমার অধিকার বাস্তবায়নের জন্য আমাকেই লড়াই করিতে হবে। আমার অধিকার বাস্তবায়নের জন্য অন্য কেউ লড়াই করিবেনা। তিনি সকল বিক্রয় পেশাজীবিদের এক জোট হওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *