নিউজটি পুনরায় ফলোআপ
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আটোয়ারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অসহায়দের ভিজিডি কার্ড এর অনিয়ম হয়েছে এমনটি অভিযোগ করেন স্থানীয় অসহায় ভুক্তভোগীরা। অভিযোগ সূত্র থেকে জানা যায়, ভিজিডি কার্ড অসহায়দেরকে না দিয়ে অর্থের বিনিময়, পাকা বাড়ি, সরকারি চাকরি, ছয় বিঘা জমির মালিক, ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে এসব সচ্ছল পরিবারকে অসহায়দের হক ভিজিডি কার্ড দিয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা পরিষদে একাধিকবার ধরনা দিয়েও কোনো কাজ না হওয়ায়, নিরুপায় হয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। তাতে ও কোন ফলাফল না পেয়ে অবশেষে গণমাধ্যম কর্মীদের শরণাপন্ন হয়ে অভিযোগ করেন। অসহায়দের ভিজিডি কার্ডের নিয়ম অনুযায়ী যারা ভিজিডি কার্ড পাওয়ার কথা তাদেরকে না দিয়ে স্থানীয় সচ্ছল পরিবারকে এসব কার্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা ভিজিডির চাল পরিষদ থেকে উত্তোলনও করেছেন। চাল উত্তোলন কারীরা হলেন (১) মোছাঃ শামসুনেহার(২), লুৎফা বেগম, (৩),ময়না বেগম (৪), আনজু বেগম(৫) শিরিন আক্তার শিলা (৬) বেলী আক্তার (৭) নাজিমা আক্তার। এরা সকলেই সচ্ছল পরিবারের লোকজন। ১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর সামাদ,এর সাথে কথা হলে তিনি জানান, আমরা সঠিক ভাবে ভিজিডি কার্ড বিতরণ করেছি কোনো রকমের অনিয়ম / দূর্নিতী হয়নি।
এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন আমরা ভিজিডি কার্ডে কোনো অনিয়ম করিনি। এখন ভাববার বিষয় হল বেড়া যদি ফসল খায় অসহায়রা যাবে কোথায়। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সমাজের সচেতন মহল। এই বিষয়ে আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি গণমাধ্যম কর্মীদের কে জানান, আমি এই বিষয়টি জানার পর যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।