Subscribe our Channel

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জের জমিলা বেগম। মঙ্গলবার নগরীর পর্যটন মোটেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জমিলা বেগমকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর এর জেলা প্রশাসক আসিব আহসান সহ বিভাগীয় ও জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী হাটে জমিলা বেগম প্রায় দুই যুগ ধরে কসাইয়ের তকমা গায়ে লাগিয়ে মাংস বিক্রি করছেন। এর আগেও তিনি ২০১৯ সালে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *