Subscribe our Channel

পঞ্চগড় বাংলাবান্ধায় বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

তোতা মিয়া পঞ্চগড় : আজ ১৬ ই মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি), এর অধীনস্থ বাংলাবান্ধায় বিওপির দায়িত্বপুর্ণ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে (সীমান্ত পিলার ৭৩২ / এমপি এর পার্প্বে ), বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে ( বিজিবি ঠাকুরগাঁও এবং বিএসএফ শিলিগুড়ি সেক্টর), সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্ণেল জিয়া সাদাত খান, পিবিজিএম, পিএসসি,,সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর এবং প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি , অধিনায়ক,নীলফামারী ব্যাটালিয়ন ( ৫৬ বিজিবি ; লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক, অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবি), লেঃ কর্ণেল মহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, স্টাফ অফিসার, রংপুর রিজিয়ন, লেঃ কর্ণেল মাসুদ হোসাইন আহমেদ, এমএস, স্টাফ অফিসার, রংপুর রিজিয়ন, মেজর মোঃ নঈম রেজভী, স্টাফ অফিসার, ঠাকুরগাঁও সেক্টর ও অন্যান্য স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ১২ জন । বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন শ্রী নির্মাণ সিং আউজল, ডি আই জি, কিশান্গঞ্জ সেক্টর, শ্রী সুনীল কুমার, কমান্ড্যান্ট, ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফ, শ্রী সি এস টমার, কমান্ড্যান্ট, ২১ ব্যাটালিয়ান বিএসএফ, শ্রী এস এস সিরোহী, কমান্ড্যান্ট, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ, শ্রী অরুন কুমার সিং, ১৫ ব্যাটালিয়ান বিএসএফ, শ্রী মনোজ কুমার সারমা, স্টাফ অফিসার , শিলিগুড়ি সেক্টর , শ্রী অমিত কুমার, স্টাপ অফিসার, শিলিগুড়ি সেক্টর, শ্রী পংকজ যাদব, স্টাফ অফিসার, শিলিগুড়ি সেক্টর ও অন্যান্য স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ১১ জন। উক্ত সভায় সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও দুই দেশের সীমান্ত রক্ষায় বিজিবি- বিএসএফ সমন্বয় সাধনের মাধ্যমে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও উক্ত সভায় সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার, অন্যান্য চোরাচালান , অবৈধভাবে সীমান্ত পারাপার , তারকাটার বেড়া কর্তন সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের সীমান্ত রক্ষী রবাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও তথ্য আদান-প্রদান এর মাধ্যমে বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সীমান্ত পরিস্থিতি মর্যাদা স্বাভাবিক রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভাকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন ( Mementos) বিনিময়ের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিষয় সভার পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *