Subscribe our Channel

শ্রেষ্ঠ কামারি

মোঃ ফরিয়াদ আলী সরদার

এই পৃথিবী দেখতে সুন্দর

অপরূপ সৌন্দর্য্যে ভরা,

সৃষ্টিকুলের মাঝে দেখি

মানুষেই তো সেরা।

মানুষ খুঁজে নেয় প্রিয় মানুষকে

বেঁসে যায় জীবনের চেয়ে ভালো,

সুখের ঠিকানা যেন সেই মানুষ

ফিরে পায় দু-নয়নের আলো।

জীবনের সবোর্শ্য দিয়ে দেয় একে-অপরকে

না ভেবে কোনো কিছু,

পরিচিত হতে চাই জগতের মাঝে

প্রিয় মানুষটিই যেন সবকিছু।

আর অবশেষে কি হয়!

লোভী যেন সেই জন যারা ভালোবাসে,

প্রেম যেন সময় না তাকে পরে যায় খসে।

এতদিন যেই প্রিয় মানুষের রুপে

প্রোলেপ দিয়েছিল সোনাবরণ গায়,

মাটিতে গড়া শরীর যেন আজ

পুড়ে হয়েছে ছাই।

কেনই  বা  হবে  না,  এ  যেন  এক   পুতুল  পুতুল  খেলা,

লোভের বসে পড়ে প্রিয় মানুষটি ছেড়ে যায় করে অবহেলা।

এই যদি ছিলো মনবাসনা

কেন ভালোবেসে ছিলে,

অবলা হয়েও যেন হৃদয়ে ব্যাথা দিলে।

অবলা মানুষ হয়েও কেন হৃদয়ে ব্যাথার দাগ আঁকো,

ব্যাথিত করো না জগতের সৃষ্টিকূলকে ভালোবেসে রেখো।

যাকে ব্যাথিত করে ফেলে রেখে চলে যাবে,

ভেবেছো কি কখনো তাকে দদ্ধ অনলে পুড়িয়ে দিয়ে

সুখ কি খুঁজে পাবে।

এমন যদি করে থাকো লোভের বসে,

বিচার রইলো, হিসাব হবে আল্লাহর আরশে।

অবলা হয়েও সে যেন শ্রেষ্ঠ কামারি

কতো হৃদয় পুড়িয়ে দেয়,

ছোলনাময়ী, মানুষরুপী হয়ে প্রেম পূজারী।

ব্যাথিত হৃদয়ে প্রিয় আজ সবকিছুই সয়ে রই,

সয়ে যেতে না পেরে অবশেষে পাগল হয়ে যায়।

আর পাগলটা শ্রেষ্ঠ কামারিকে তবুও ভুলতে পারে না,

একটায় ছিল নাকি তার নিয়তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *