Subscribe our Channel

রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক (রংপুর) : রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ (২৫)। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। পরে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।বিষয়টি নিশ্চিত করে রংপুর পুলিশ সুপার মো. শাহজাহান   বলেন, গুলিতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী   বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি প্রত্যেকটা ব্যাচের সিআরকে (ক্লাস প্রতিনিধি) ফোন করে জানতে পারি আমার ডিপার্টমেন্টের একজন মারা গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *