Subscribe our Channel

আতাউর রহমান মিল্টন পুণরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:  ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে ৫৭৬৬২ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মিল্টন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবলু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩১০৬৪ ভোট । এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে তালা প্রতীক নিয়ে ৩০০৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি দলিল লেখক মোঃ মামুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭২৬৮ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ৩৭৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিউলী রানী রায়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নহার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪৩৩ ভোট। এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী,লাগাতার ৮ বারের এমপি‘র ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল নির্বাচনে অংশগ্রহন করায় এলাকায় ভোট নিয়ে আলোচানায় নতুনমাত্রা সৃষ্টি হয়। সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান মিল্টন দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *