
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আরফিন নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ও পরিবারের জানায়, আটঘরিয়া গ্রামের জেবেদ আলীর মেয়ে আরফিন ধড়মগড় বি, কে কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
৮ জানুয়ারি এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা যায়, আরফিন একটি সাবজেক্ট ফেল করে এই অভিমানে ৮ জানুয়ারি বুধুবার দুপুর অনুমান ২টার সময় নিজ ঘরে পোড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিলে ঘটনার স্থলে সে মারা যায়। গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।