পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে দলুয়াগাছ গ্রামে প্রায় ৩০ টি বাড়ির যাতায়াতের রেকডিয় রাস্তা বন্ধ করে মরিচ চাষ করেছে এমন অভিযোগ পাওয়াগেছে। অভিযোগ সূত্রে জানা যায় ৭ নং দেবনগর দলুয়াগাছ গ্রামের স্থায়ী বাসিন্দা ও আব্দুল সাত্তার সহ ভুক্তভোগীরা জানান ভজনপুর গেদ্দা মৌজার জে এল নং ৩০ এস এ দাগ নং ও রাস্তা ৪৭৪ যার দির্ঘ্য ২৭০০ বর্গ ফুট প্রস্থ গড়ে ২৯ বর্গ ফুট সরকারি খাস খতিয়ানের রাস্তাটি বর্তমানে ওই রাস্তাটি চাষাবাদের জমি হিসেবে পরিণত হয়েছে। দেখে মনে হবে এদিক দিয়ে কোন রাস্তায় ছিল না।
দলুয়াগাছ গ্রামের প্রায় ৩০ টি পরিবার বর্ষাকালে রাস্তার অভাবে পরিবার নিয়ে পানিবন্দী হয়ে থাকেন।এমতা অবস্থায় ভুক্তভোগীরা পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গণ রাস্তাটির সুব্যবস্থা করে দেয়ার জন্য একটি লিখিত আবেদন করেন।কিন্তু ভাববার বিষয় জবরদখলকারী সাবেক ইউপি সদস্য মহিনুল হক, মোঃ সকিন আলী ও সুফিয়া বেগম ৩০ টি পরিবারের যাতায়াত রাস্তা দখল করে মনের সুখে মরিচ চাষ করছেন। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে আইনকে সম্মান দেখিয়ে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সুবিচারের দাবিতে একটি অভিযোগ দাখিল করেছেন, রাস্তাটি সুব্যবস্থা না হলে আগামী বর্ষায় ৩০ টি বাড়ি আবারো পানিবন্দী হয়ে থাকতে হবে।