
মো.তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসবেপী পুনাক শিল্প ও পুণ্য মেলা ২০২৩ ইং শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে দেশে করোনা থাকায় পঞ্চগড়ে কোন মেলা এবং বিনোদন মূলক ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা ছিল। এবার পঞ্চগড়ের সকল শ্রেণী পেশার মানুষের জন্য পঞ্চগড় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে পঞ্চগড় ধাক্কামারা করতোয়া নদী সংলগ্ন মাঠে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা ২০২৩ এর আয়োজন করা হয়েছে মেলাটির আয়োজন দেখে পঞ্চগড়ের সকল শ্রেণী পেশার মানুষ খুশি। মেলায় শিশু দের জন্য বিনোদন মূলক রয়েছে ডরিমন ট্রেন, স্লিপার জাম্পিং, ওয়াটার বোর্ড,ওয়াটার রোলার,নৌকায় দোল, নাগরদোলা, সুপার চেয়ার,মেডি ভরা, ভূতের বাড়ি ও সার্কাস সহ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা।
মেলায় এছাড়াও রয়েছে দেশি-বিদেশি পণ্য যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে রয়েছে সুলভ মূল্যে ক্রয় করার সুযোগ। প্রবেশপথে আপনার ২০ টাকা টিকিট ক্রয় করলে সেই টিকিটটি লটারির মাধ্যমে আপনার ভাগ্য বদলে দিতে পারে রয়েছে আকর্ষণ মূলক ৩৫ টি পুরস্কার। যাতে করে আপনার এবং আমার টিকিটটি বিফলে না যায় সেজন্য মেলা কর্তৃপক্ষ লটারির মাধ্যমে এই সুযোগটি করে দিয়েছেন। মেলাটির সৌন্দর্য ধরে রাখতে মেলার ভিতরে এবং বাহিরে রয়েছে আকর্ষণ মূলক লাল সবুজের বাতিদিয়ে সাজানো মেলার প্রবেশ পথের সামনেই পানির হাউজে বিভিন্ন ডিজাইনের ঝরনা।যা দেখলে মানুষ দাগ লেগে দেখবে এছাড়াও আরো অনেক কিছু আপনি উপভোগ করাতে পারবেন মাত্র ২০ টাকায়। মেলায় খাবার হোটেলে রয়েছে সুস্বাদু পুরি, শিক কাবাব, মুরগির চিকেন,পরোটা, সুস্বাদু আচার,দই চটপটি, সহ আরো বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার রয়েছে।