Subscribe our Channel

রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের সরস্বর্তী পুজার উৎসব পালন 
নাজমুল হোসেন রাণীশংকৈল (,ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি)সকাল ৮ টা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রী  কলেজ মাঠে  পূজা  চলে    বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজ, ক্লাব সহ ব্যক্তিগত বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়।
দেবীর এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে প্রতটি মন্ডপে মন্ডপে। আনন্দে মেতে উঠেছিল হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের মানুষ। পূজা চলাকালীন সময়ে ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মন্ডপ। দুপুরের দিকে ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
একযোগে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজায় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোসতুছত্তে এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান ভক্তরা।
পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সন্ধ্যায় রাণীশংকৈল শহরের পাশে কুলিক নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পুজার কার্যক্রম  শেষ হয়।
উপজেলা পুজা উযযাপন কমিটির তথ্য মতে  এবারে ১শত ৫০ টির ও বেশি মন্ডপে এই সরস্বর্তি পুজা
উযযাপন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *