
প্রবাসের খবর :
দেশটি কুয়েত সরকার এবার সামান্য ভাবে নির্দিষ্ট পরিমাণে জরিমানাটি পরিশোধ করে কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে দ্বিতীয়বারের মতো আকামাটি নতুন ভাবে নবায়ন করার সুযোগ দিলেন ।
গতকাল ২৪ নভেম্বর কয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অফিসিয়াল টুইটের বরাত দিয়ে কুয়েতের স্থানীয় একটি ইংরেজি ‘দৈনিক কুয়েত টাইমস’ এই ব্যাপার গুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন ।
উক্ত প্রতিবেদনটিতে জানানো হয়, দেশটির কুয়েত এ চলতি বছরের ১ জানুয়ারি অথবা এর আগে যেসকল অভিবাসী অবৈধ হয় তাদের সকলেরই জন্য এবার দ্বিতীয়বারের জন্য সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করলেন কুয়েতের সরকার।
যারা কিনা অবৈধ ভাবে বসবাসরত ব্যাক্তিগণ দেশটিতে বৈধভাবে থাকতে আগ্রহী, তারা সকলেই সংশ্লিষ্ট সংস্থা (কোম্পানি/কপিল) অথবা শোন অফিসে যোগাযোগ করে এতে অর্পিত জরিমানা পরিশোধ করে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট শর্ত এমনকি নিয়ম মেনে আকামা নবায়ন করতে পারবেন।