
বিনোদন প্রতিবেদক :
এবার নন-মোনেটাইজড চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেখতে পারবেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
তবে এতে চ্যানেল এর মালিকগন কোনো ধরনেরই অর্থ অথবা শেয়ার পাবেন না।
এই সকল নীতিমালাটি পরিবর্তন করে এই সিদ্ধান্তটি নিলেন ইউটিউব।
এই সিদ্ধান্তে ইউটিউবারদের মধ্যে দেখা যায় এক মিশ্র প্রতিক্রিয়া।
অতএব এই সিদ্ধান্তের কারনে অধিকাংশই ইউটিউব কন্টেন্ট নির্মাতাই খুশি নয় ।