Subscribe our Channel

হেলথ বুলেটিনে প্রায় ২ কোটির কাছাকাছি কল নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক :  স্বাস্থ্য অধিদফতর   করোনাকালিন সময়ে  টেলিমেডিসিন সেবা দিচ্ছে । দেশে জাতীয় কল সেন্টারে (৩৩৩),আইইডিসিআরের (১০৬৫৫) এবং স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩)  হটলাইন নম্বরে এই  স্বাস্থ্যসেবাটি  দিয়ে আসছেন ।স্বাস্থ্য অধিদফতরে এই সকল নম্বরে প্রায় ১ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৪৫০ ফোন কল গ্রহণ করেছেন।  এবং করোনা সংক্রান্ত সেবাতে  ১ লাখ ১৫ হাজার ৯৭৫  কলে আসে । আজ বৃহস্পতিবার ২৩ /০৭/২০ ইং  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক  এই তথ্যটি  তিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *