
নিজস্ব প্রতিবেদক :সকল দেবতার শ্রেষ্ঠ-সত্যপীর, মানত করলে যে কোন বিপদ বালামশিবত দূর করে এ পীর। গত শুক্রবার ৫ দিনব্যাপী মানত করা সত্যপীরের গান শেষ হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিলনবাজার সর্দ্দার পাড়া গ্রামে। এই গানের মাধ্যমে নারীদের আকার ধারন করে অনেকটা পুরুষদের পরিধানে হরেক রঙ্গ রুপি শাড়ী, এমনকি কপালে টিপের বাহার সাথে তাদের খোপাতে বেশ কয়েক রকমইর ফুল, ঠোটে তাহাদের খুব সুন্দর রপে লিপিস্টিকে ছাপ এভাবেই অভিনয় আকারে দর্শকের মন কেড়ে নিচ্ছে তারা এমনকি এই আয়োজন যারা করেছেন তাদের ভাষায় এটি নাকি সত্য এক পীর বাবাদের জীবন গল্প ।