
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :
বীরগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর স্বপরিবারে করোনা থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও ইউপি ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি, সুজালপুর ইউপি সদস্য এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. দুলাল হোসেনের সার্বিক সহযোগীতায় রবিবার সন্ধ্যা ৭টায় পৌরশহরস্থ উল্লাস সিনেমা হল এলাকায় দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী ও তার পরিবারের সদস্যর কোভিড-১৯ করোনায় আক্রান্ত থেকে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই প্রবীন আ.লীগ নেতার সংগ্রামী জীবনের আলোকে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, মোহনপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া, সুজালপুর ইউনিয়নের আ.লীগের সাধারন সম্পাদক সতীশ চন্দ্র রায়, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরকুমার, সহ-সভাপতি দুলাল হোসেন, সা. সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় আব্দুল হামিদ, আবুল হোসেন, আব্দুল হাকিম, আবুল কাশেম, সৈয়দ শরিফুল হোসেন, আবু বক্কর সিদ্দিক, হাবিবুর রহমান, সবুজ হোসেন, উজ্জ্বল হোসেন, শামীম, শান্তনু, কামিনী, বেলাল হোসেন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যৌথভাবে দোয়া মাহফিল করেন বোয়ালমারী জামে মসজিদের ইমাম মোঃ জহুরুল ইসলাম ও চাকাই জামে মসজিদের ইমাম আব্দুল আহাদ।