Subscribe our Channel

দুর্গোৎসবের আয়োজনে আজ লক্ষ্মীপূজা

নিজস্ব প্রতিবেদক : আজ  হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব দিনটি লক্ষ্মীপূজা । এতে করে দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। তাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবীলক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে পূজা নিতে আসেন।

ঢাকার রাজধানীসহ সারাদেশেতে আজ যেন হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে আনন্দের দুর্গোৎসব  এই পূজা হবে।  এই  উৎসব কে কেন্দ্র করে  হিন্দু নারীরাও উপবাস ব্রত পালন করবেন। তারা পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকাবেন। এমনকি আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করবেন। এ সময় ঘরোয়া পরিবেশের মাধ্যমে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

ঢাকার রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষীবাজার, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির এমনকি সকল এলাকাতে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *