Subscribe our Channel

‘পাগল’ স্ট্যাটাসে থাকা  এনআইডি সচল  হচ্ছে

জ্যেষ্ঠ  প্রতিবেদক : সার্ভারে থাকা ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডেটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ‘ম্যাডনেস স্ট্যাটাসে’ রয়েছে।

ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্যতা/প্রতিবন্ধী প্রকৃতি ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করা হয়েছিল। এ কারণে সেসব পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যার থেকে স্ট্যাটাসে ‘ম্যাডনেস’ দিয়ে সার্চ দিলে উপজেলা ভিত্তিক তালিকা পাওয়া যাবে। ওই তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেসব জাতীয় পরিচয়পত্র সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *