
বিনোদন প্রতিবেদক : অনেক নাটকের পরে শেষ হলো ঘোষণার পর্বটি নেটফ্লিক্সের ব্যনারে অ্যাডাম ম্যাকেয়ের নতুন ছবির শিল্পীর তালিকাটি। ‘ডন্ট লুক আপ’ নামের ছবিতে দেখা যাবে হলিউডের সেই এক ঝাঁক তারকার।
সম্প্রতি সময়ে ডেডলাইন তাদের এক প্রতিবেদনে প্রকাশ করলেন এই ছবিতে অভিনয় করবেন অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও। এমনকি তার সাথে আরও দেখা যাবে নন্দিত দুই অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জেনিফার লরেন্সকে।