
নিজস্ব প্রতিবেদক:এ বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে পুঁজিবাজারটির তালিকাভুক্ত সমতা লেদার লোকসান করেছেন। এতে ২০১৯ ইং থেকে ২০২০ ইং হিসাব বছরের প্রথমের ৯ মাসের কোম্পানিটির মুনাফা এর আগের বছরের তুলনায় কমেছে।
এমনকি কোম্পানিটির এই পরিচালনার পর্ষদ সভাটি শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকেিএই তথ্যটি জানা যায়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
তবে কোম্পানিটির সেই প্রকাশিত তথ্য অনুসারেেএ বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ৪ পয়সা। এমতাবস্থায় এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৭ পয়সা।