
নিজস্ব প্রতিবেদকঃ
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঠাকুরগাও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অগঠনতান্ত্রীক, অছাত্র ও বিবাহিতদের নিয়ে কমিটি ঘোষনা করার প্রতিবাদে ও নব ঘোষিত আহবায়ক কমিটি হতে বিবাহিত এবং অছাত্রদের বাদ দিয়ে কমিটি ঘোষণার দাবিতে মানববন্ধন পালন করা হয়।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সংগে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
আজ দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের নব ঘোষিত আহবায়ক কমিটির বেশীরভাগ সদস্যসহ উপজেলার সকল ইউনিয়ন হতে আসা দুই শতাধীক ছাত্র এ মানববন্ধনে অংশ গ্রহন করে।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী,সদস্য সচিব আবু সাঈদ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহজাহান আলী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল হক, মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। সকল বক্তারাই বিবাহিত ও অছাত্রদের বাদ দিয়ে আহবায়ক কমিটি ঘোষণার দাবি জানান।
উল্লেখ্যযে,গত বৃহস্পতিবার সকালে উক্ত ছাত্রদলের আহবায়ক কমিটি হতে বিবাহিত ও অছাত্রদের বাদ দেওয়ার দাবিতে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন নব ঘোষিত ছাত্রদলের আহবায়ক কমিটি।ওই দিনই মানববন্ধনসহ পাঁচটি কর্মসুচি ঘোষণা করা হয়।