
নিজস্ব প্রতিবেদক :
যদিও এইচএসসি-সমমান পরীক্ষা হয়নি তবুও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে এবার। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কোন পদ্ধতিতে নেয়া হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পরীক্ষার পদ্ধতি প্রবর্তন করতে চাচ্ছেন।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে এইচএসসি না হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। তাদের মতে, মূল পরীক্ষা বাতিল করা হয়েছে, অথচ একই পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নেওয়া ব্যাপারটা কতটা যুক্তিসঙ্গত সবার প্রশ্ন এটাই।