
আল ফয়সাল অনিক, রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
রুহিয়া সড়ক দুর্ঘটনায় সিদ্দিক (৩৪) ও সুমন আলী (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক রুহিয়া থানাধীন উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও সুমন আলী একই এলাকার কাবেদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় মোটরসাইকেলে গতি নিয়ন্ত্রণ হারিয়ে মোড় ঘুরাতে গিয়ে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিদ্দিক নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
রুহিয়া থানার অফিসার ইনর্চজ চিত্ত রঞ্জন রায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেন।