
নিজস্ব প্রতিবেদক : দেশে ৪ মাসের বেশি সময় হয়ে গেলো কাঁচামরিচের দাম তুঙ্গে ।ফের নতুন করে কাঁচামরিচে দামটি বেড়ে যায়। আরো শুনলে অবাক হবেন বেশ কয়েকটি বাজারে ভালো মানের কিছ মরিচ আছে যেটি ৩২০ টাকা কেজিতে ।
আজ রাজধানীর কারওয়ানবাজার, মালিবাগ, রামপুরা,শান্তিনগর এমনকি খিলগাঁও এর বেশ কয়েকটি বাজার ঘুরে এ সকল তথ্য পাওয়া যায় ।