
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ অক্টোবর বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে উলঙ্গ করে নির্যাতন, সিলেট এমসি কলেজ হোস্টেলে নারী ধর্ষণসহ সারাদেশে নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে শিবদিঘী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে রাণীশংকৈল সচেতনবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন ৷

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। বিচারহীনতার রেওয়াজ ধর্ষক ও খুনীদের আরও বেপরোয়া করে তুলছে। দেশের প্রায় সর্বস্তরে নারী নিরাপদ থাকতে পারছেনা ।
দেশের বেশিরভাই ধর্ষণের বিচার দৃষ্টান্তমূলক হয়না বলে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।
একই দাবীতে এদিন বিকেলে উপজেলার নেকমরদ চৌরাস্তা মোড়ে নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে ।